মোয়ানা

২০১৬ সা‌লে মু‌ক্তি পাওয়া ডিজ‌নির ৫৬তম এ্যা‌নি‌মে‌টেড সি‌নেমা মোয়ানা। রন ক্লে‌মেন্টস এবং জন মাসকার দ্বারা প‌রিচা‌লিত এ সি‌নেমা‌টির মূল দু‌টি চ‌রি‌ত্রে কন্ঠ দি‌য়ে‌ছেন অাউ‌লি ক্রাভাল‌হো (মোয়ানা) এবং রক ডোয়াইন জনসন (মাউ‌য়ি)। ১০৭ মি‌নিট দৈ‌র্ঘ্যের , ১৫০ মি‌লিয়ন ডলা‌রে নি‌র্মিত মা‌র্কিন এ সি‌নেমা‌টি বক্স অ‌ফিস থে‌কে তু‌লে নেয় ৬৪৩.৩ মি‌লিয়ন ডলার। সি‌নেমা‌টি‌তে মোয়ানা না‌মের সাহসী ও দৃঢ়‌চেতা এক মে‌য়ের গল্প বলা হ‌য়ে‌ছে। প‌লি‌নে‌শিয়ান এক‌টি গ্রামপ্রধা‌নের মে‌য়ে মোয়ানা, যা‌কে সমুদ্র স্বয়ং নির্বা‌চিত ক‌রে একজন দেবীর সা‌থে এক‌টি রহস্যময় রে‌লিক পুন‌র্মি‌লিত করাবার জন্য। ২০০২ সা‌লের পর ডিজ‌নি ২০১৬ তে দ্বিতীয়বা‌রের মত একই বছ‌রে দু‌টি এ্যা‌নি‌মে‌টেড সি‌নেমা মু‌ক্তি দেয়, জু‌থো‌পিয়া এবং মোয়ানা।

Buy

 

এবং দু‌টোই ৮৯তম এ্যকা‌ডে‌মি অ্যাওয়া‌র্ডে একা‌ধিক বিভা‌গে ম‌নোনয়ন পায়। ২০১১তে প‌লি‌নে‌শিয়ান ‌পৌরা‌ণিক কা‌হিনী পড়‌তে গি‌য়ে প‌রিচালক জন মাসকার প্রথম উপ‌দেবতা মাউ‌য়ির সাহসী গল্পগাঁথার সা‌থে প‌রি‌চিত হন। প‌লি‌নে‌শিয়ার সমৃদ্ধ সংস্কৃ‌তি দ্বারা অ‌ভিভূত মাসকার তখনই ভে‌বে ফে‌লেন যে একটা এনি‌মে‌টেড সি‌নেমার জন্য উপযুক্ত উপাদান এটি। ২০১২‌তে ক্লে‌মেন্টস এবং মাসকার গ‌বেষণার উদ্দে‌শ্যে ফি‌জি, সা‌মোয়া ও তা‌হি‌তি যান দ‌ক্ষিণ প্রশান্ত মহাসগরীয় মানুষ‌দের ব্যাপা‌রে অারও জান‌তে, তা‌দের সংস্কৃ‌তি‌কে অারও বুঝ‌তে। প্রথ‌মে তারা সিদ্ধান্ত নেন শুধুমাত্র মাউ‌য়িকে কেন্দ্র ক‌রে এক‌টি সি‌নেমা নির্মা‌ণের, কিন্তু সেই ট্রি‌পে একজন গ্রামপ্রধা‌নের মে‌য়ে‌কে দে‌খে তা‌দের মাথায় নতুন এক‌টি অাই‌ডিয়া খে‌লে যায়। ত‌ারা জে‌নে অারও অবাক হন যে, ঐ প‌লি‌নে‌শিয়ান মানুষরা ৩,০০০ বছর ধ‌রে, স্বেচ্ছায় সমুদ্র প‌থে ‌কোন যাত্রা ক‌রে‌নি। ট্রিপ‌টির পাঁচ বছর পর বি‌ভিন্ন গ‌বেষণা, গ‌ল্পের ঘষামাজা ও অারও কিছু বিচার বি‌শ্লেষ‌ণের পর সি‌নেমা‌টি প্র‌যো‌জিত হয়। শ’খা‌নেক প্রশান্ত মহাসাগরীয় মে‌য়ের অ‌ডিশন নেবার পর, ১৪ বছ‌রের স্কুলছাত্রী অাউলি ক্র‌াভাল‌হো‌কে মোয়ানা চ‌রি‌ত্রের জন্য ফাইনাল করা   হয়। এর অা‌গেই মোয়ানার বা‌হ্যিক গড়ন এ হাবভাব ডিজাইন করা হ‌য়ে গে‌লেও, ব্য‌ক্তি অাউ‌লির সা‌থে মোয়ানার গড়‌নে অদ্ভুত মিল পাওয়া যায়। পরবর্তী‌তে মোয়ানার কিছু ডিজাইন অাউ‌লির সা‌থে মিল রে‌খে নতুন ক‌রে জু‌ড়ে দেয়া হয়। 

Share:

Leave a Comment

Your email address will not be published.

0

TOP

X